Wednesday, March 27, 2013

AJI BOSONTO JAGROTO DARE



আজি বসন্ত জাগ্রত দ্বারে


আজি   বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
     
আজি   খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
     
আজি   ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
     
এই    সংগীতমুখরিত গগনে
     
তব    গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।
     
এই    বাহিরভূবনে দিশা হারায়ে
     
দিয়ো   ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
অতি   নিবিড় বেদনা বনমাঝে রে
আজি   পল্লবে পল্লবে বাজে রে -
দূরে   গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।
     
মোর   পরানে দখিন বায়ু লাগিছে,
     
কারে   দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
     
এই    সৌরভবিহবল রজনী
     
কার   চরণে ধরণীতলে জাগিছে।
     
ওগো   সুন্দর, বল্লভ, কান্ত,
     
তব   গম্ভীর আহবান কারে।

বোলপুর
২৬ চৈত্র ১৩১৬
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫৫

No comments:

Post a Comment