Wednesday, March 27, 2013

ASE AMAR RIDOY ASE VORE



আছে আমার হৃদয় আছে ভরে


আছে আমার হৃদয় আছে ভরে,
এখন তুমি যা খুশি তাই করো।
এমনি যদি বিরাজ' অন্তরে
বাহির হতে সকলই মোর হরো।
 
সব পিপাসার যেথায় অবসান
 
সেথায় যদি পূর্ণ করো প্রাণ,
 
তাহার পরে মরুপথের মাঝে
 
উঠে রৌদ্র উঠুক খরতর।
এই যে খেলা খেলছ কত ছলে
এই খেলা তো আমি ভালবাসি।
এক দিকেতে ভাসাও আঁখিজলে,
আরেক দিকে জাগিয়ে তোল' হাসি।
 
যখন ভাবি সব খোয়ালাম বুঝি
 
গভীর করে পাই তাহারে খুঁজি,
 
কোলের থেকে যখন ফেল' দূরে
 
বুকের মাঝে আবার তুলে ধর'

রেলপথ। ই.আই.আর.
২১ আষাঢ় ১৩১৭
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ১১০

No comments:

Post a Comment